একসময়ের খরস্রোতা নদী পরিণত হয়েছে মরা খালে
টাঙ্গাইলের একসময়ের খরস্রোতা নদী লৌহজং। যা টাঙ্গাইল শহরের পাশ দিয়ে বয়ে গেছে। সময়ের বিবর্তনে নদীটি এখন অবৈধ দখলদারদের দখলে। প্রতিনিয়ত পড়ছে দূষণের কবলে। ভরা মৌসুমে ঢেকে আছে কচুরিপানায়। নাব্য হারিয়ে পরিণত হয়েছে মরা খালে। নদীটির বর্তমান চিত্র যেন নীরব কান্না! প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় নদীটি যেমন অংশীদার ছিল তেমনি শোভাবর্ধন করেছিল জেলা শহরের প্রাকৃতিক সৌন্দর্যেরও।
স্থানীয়রা জানান, লৌহজং নদীটি সদর উপজেলার যুগনী থেকে বুড়িগঙ্গা পর্যন্ত ৭৫ কিলোমিটার। একসময় শহরের নিরালাড়া মোড় এলাকায় নৌবন্দর ছিল। দেশ-বিদেশ থেকে লঞ্চ, স্টিমার, জাহাজ ও বড় বড় নৌকা বাণিজ্যে আসতো এ নৌবন্দরে। মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশ ছিল এখানে। বর্তমানে এসবের কিছুই নেই। দীর্ঘদিন যাবৎ ড্রেজিং না করায় নদীটি তার নাব্য হারিয়েছে। এই সুযোগে দুই পাড়ের সুবিধাবাদী মহল কৌশলে প্রথমে ময়লা আবর্জনা ফেলে দখল করেছে। পরবর্তীতে স্থায়ী ভবন, দেয়াল ও স্থাপনা নির্মাণ করে নদীটি দখল করেছে। এ ছাড়াও বিভিন্ন কলকারখানা, শহরের সব ময়লা আবর্জনা নদীতে ফেলে দূষিত করা হচ্ছে পানি।
- ট্যাগ:
- বাংলাদেশ
- নদী দখল
- নদী দূষণ
- নদী দূষন
- নদী দখলদার