‘২৩শ টাকা পাঠান, নাহলে ওয়ারেন্ট বের করে আপনাকে গ্রেপ্তার করা হবে’
চলতি বছরের ২০ আগস্ট ঝালকাঠির নলছিটি উপজেলার মগড় ইউনিয়নের বাসিন্দা সোহেল খানের ভাইয়ের ৯ বছরের মেয়ে মানসুরা পানিতে ডুবে মারা যায়। অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই দাফন হয় মানসুরার মরদেহ। একই সঙ্গে সংশ্লিষ্ট থানায় অপমৃত্যুর মামলা হয়।
সেই মামলার বরাত দিয়ে মানসুরার চাচা সোহেল খানের কাছে পুলিশ পরিচয়ে প্রতারক চক্রের এক সদস্য টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করেছে বলে জানা গেছে। মোবাইল ফোনে কল করে বিকাশের মাধ্যমে টাকা চাওয়া হয়। আবার টাকা না দিলে অপমৃত্যুর মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হবে বলেও হুমকি দেওয়া হয়।
শুক্রবার (১৩ অক্টোবর) বিকেলে মোবাইল ফোনে ঢাকা পোস্টকে এসব তথ্য জানান ভুক্তোভোগী সোহেল খান। শুধু সোহেল খান নন নলছিটি থানা পুলিশের উপ-পুলিশ পরিদর্শক (এসআই) এনামুলকেও কল করে এই প্রতারক চক্রটি। তার কাছে সিআইডির প্রধান রাসায়নিক পরীক্ষক দিলীপ কুমার সাহার পরিচয় দিয়ে টাকা দাবি করা হয়।