চীনের অর্থনৈতিক ক্ষত মন্থরতা নিয়ে আসছে এশিয়ায়

বণিক বার্তা প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৩, ০৯:০০

চীনের অর্থনৈতিক ক্ষত সামগ্রিকভাবে এশিয়ার অর্থনীতিতে মন্থরতা নিয়ে আসছে। শ্লথ হয়ে পড়েছে মহামারী-পরবর্তী সময়ে দেশটির পুনরুদ্ধার গতি। আবাসন খাতে চলমান সংকট এবং শিল্পোৎপাদন কার্যক্রম তৈরি করেছে বাড়তি উদ্বেগ। কমে গেছে ভোক্তা ব্যয়, যার প্রভাব পড়েছে রফতানি ও পর্যটননির্ভর অন্যান্য এশীয় দেশগুলোয়। খবর এশিয়া টাইমস।


বিশ্বব্যাংকের পূর্বাভাস অনুযায়ী, ২০২৪ সালে চীনের প্রবৃদ্ধি থাকবে ৪ দশমিক ৫ শতাংশ, যা আগের দেয়া পূর্বাভাসের তুলনায় কম। অন্যদিকে, চলতি মাসে দেয়া আন্তর্জাতিক মুদ্রা তহবিলের প্রতিবেদনে দাবি করা হয়েছে, ২০২৩-২৪ সালে চীনের প্রবৃদ্ধি থাকবে ৫ দশমিক ৩০ শতাংশ। এ পূর্বাভাসও জুলাইয়ে দেয়া আগের পূর্বাভাসের তুলনায় কম। দেশটির পুনরুদ্ধার গতির এ মন্থরতা পার্শ্ববর্তী দেশের বিনিয়োগকারী ও ব্যবসায়ীদের নতুন করে ভাবতে বাধ্য করছে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও