You have reached your daily news limit

Please log in to continue


এক সপ্তাহে খরচ করলেন স্বামীর ১৭ কোটি টাকা! নেট পারায় বড় বিতর্কের সৃষ্টি করেছে এই লাস্যময়ীর ভিডিয়ো

দুবাই-এর একজন ধনী কোটিপতি এবং প্রভাবশালীর স্ত্রী, লিন্ডা আন্দ্রেদে তাঁর অযথা খরচের অভ্যাস নিয়ে আবারও বড় বিতর্কের সৃষ্টি করেছেন। তিনি সম্প্রতি একটি টিকটক ভিডিয়ো পোস্ট করেন। ভিডিয়োটি ইতিমধ্যেই ৫৮০০০০ ভিউ পেয়েছে। এই ভিডিয়োটিতে লিন্ডা গর্বিতভাবে প্রকাশ করেছেন যে কীভাবে তিনি মাত্র এক সপ্তাহের মধ্যে তার স্বামীর ২ মিলিয়ন মার্কিন ডলার বা প্রায় ১৭ কোটি টাকা খরচ করেছেন।

২৪ বছর বয়সী লিন্ডা তার খরচের অভ্যাস সম্পর্কে বলেন যে গোল্ড-ডিগারের নান্দনিকতা দেখাতে আমার কোন লজ্জা নেই।" তাঁর ব্যাপক পরিমাণ সম্পদ এবং বিলাসিতা পূর্ণ জীবন, তাঁকে সোশ্যাল মিডিয়ায়ে একজন পরিচিত ব্যক্তি করে তুলেছে।

লিন্ডা আন্দ্রেদে আগে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় থাকতেন। তিনি পরে দুবাই-ভিত্তিক ফরেক্স এবং ক্রিপ্টো টাইকুন রিকি আন্দ্রেদেকে বিয়ে করেন। এই সময়ে তাঁর বয়স ছিল মাত্র ১৯ বছর। লিন্ডার অনলাইন অ্যাকাউন্টগুলি এমন ভিডিয়োতে ভরা যেখানে তিনি তাঁর খরচ নিয়ে গর্ব করছেন। এমনকি তার স্বামীর "শুভ জন্মদিনের বার্তা দিয়ে বুর্জ খলিফাকে আলোকিত করার ব্যবস্থা করার বিষয়ে তাঁকে গর্ব করতে দেখা গিয়েছে।"

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন