![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2023-10%252Fa8777f63-6dc1-4bae-8752-75a39f0c5968%252FInstagram_meta.png%3Frect%3D0%252C0%252C1536%252C864%26auto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26w%3D900%26dpr%3D1.1)
ইনস্টাগ্রামে অনুসরণ করা অ্যাকাউন্ট প্রিয় তালিকায় যুক্ত করবেন যেভাবে
সহজে ছবি ও ভিডিও বিনিময়ের সুযোগ থাকায় ব্যবহারকারীদের কাছে খুবই জনপ্রিয় ইনস্টাগ্রাম। সামাজিক যোগাযোগমাধ্যমটিতে নিয়মিত ছবি ও ভিডিও পোস্ট করে তারকাও বনে গেছেন অনেকে। জনপ্রিয় এসব ব্যক্তির অ্যাকাউন্ট অনুসরণ (ফলো) করেন অনেকেই। কিন্তু অনুসরণ করা অ্যাকাউন্টের সংখ্যা বেশি হলে সব অ্যাকাউন্টের পোস্ট ইনস্টাগ্রামে সময়মতো দেখা সম্ভব হয় না। তবে চাইলে অনুসরণ করা নির্দিষ্ট অ্যাকাউন্টের পোস্টগুলো ইনস্টাগ্রামের ফেবারিটস হিসেবে দেখা সম্ভব। এ জন্য অবশ্যই আগে থেকে অনুসরণ করা নির্দিষ্ট অ্যাকাউন্টের নাম ফেবারিটস বা প্রিয় তালিকায় যুক্ত করতে হবে। ইনস্টাগ্রামে সর্বোচ্চ ৫০টি অ্যাকাউন্টে ফেবারিটস তালিকায় যোগ করা যায়।
অনুসরণ করা অ্যাকাউন্টের প্রিয় তালিকা তৈরির জন্য প্রথমে ইনস্টাগ্রাম প্রোফাইল ছবিতে ট্যাপ করে ওপরে ডান দিকে থাকা তিনটি রেখা মেনুতে ট্যাপ করতে হবে। এরপর সেটিংস অ্যান্ড প্রাইভেসি নির্বাচন করে ‘হোয়াট ইউ সি’ অপশনের নিচে থাকা ‘ফেবারিটস’–এ ক্লিক করতে হবে। এবার সার্চ বক্সে পছন্দের অ্যাকাউন্টের নাম লিখে সার্চ করলেই অ্যাকাউন্টটি দেখা যাবে। অ্যাকাউন্ট নির্বাচনের পর ডান দিকে থাকা অ্যাড মেনুতে ট্যাপ করলেই সেটি ফেবারিটস বা প্রিয় তালিকায় যুক্ত হয়ে যাবে।