আর্থ্রাইটিসের প্রভাব পড়তে পারে চোখেও

ঢাকা পোষ্ট প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৩, ১৩:১৬

বয়সের সঙ্গে সঙ্গে নানা শারীরিক সমস্যা শরীরে বাসা বাঁধতে শুরু করে। আর্থ্রাইটিস তার মধ্যে অন্যতম। 


আর্থ্রাইটিসের দু’টি ভাগ। অস্টিয়ো আর্থ্রাইটিস এবং রিউমাটয়েড আর্থ্রাইটিস। আপাতভাবে রিউমাটয়েড আর্থ্রাইটিসকে শুধু অস্থিসন্ধিতে এবং পেশিতে ব্যথা বলেই মনে করা হয়। তবে রিউমাটয়েড আর্থ্রাইটিস শুধু তা নয়। এর জেরে হাড়ে ব্যথার পাশাপাশি বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা দেখা দিতে পারে। এই রোগ নিয়ন্ত্রণে না থাকলে ফুসফুস, হৃদ্‌যন্ত্র এবং রক্তনালিতেও সমস্যা হয়। এমনকি রিউমাটয়েড আর্থ্রাইটিসের কারণে দৃষ্টিশক্তিও কমে যেতে পারে বলে জানিয়েছেন চিকিৎসকেরা।


রিউমাটয়েড আর্থ্রাইটিসের সমস্যা নিয়ন্ত্রণে না থাকলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় চোখ। আর্থ্রাইটিসের কারণে পুরোপুরি অন্ধ হয়ে যাওয়ার ঝুঁকি থাকেও বলে জানাচ্ছেন চিকিৎসকেরা। আর্থ্রাইটিসের প্রভাব পড়ছে চোখে, কোন লক্ষণগুলি দেখে তা বুঝবেন?

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও