কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

এলএনজি আমদানিতে আর্থিক চাপ আরো বাড়বে পেট্রোবাংলার

বণিক বার্তা প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৩, ০৯:৫৫

স্পট মার্কেটে আবারো ঊর্ধ্বমুখী হতে শুরু করেছে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) দাম। বাজারে এখন প্রতি এমএমবিটিইউ (এলএনজি পরিমাপের একক) এলএনজির দাম ওঠানামা করছে ১৫ ডলারের আশপাশে। সামনের দিনগুলোয় তা আরো বাড়তে যাচ্ছে। এরই মধ্যে সরবরাহকারী কোম্পানিগুলো দক্ষিণ এশিয়ার কোনো কোনো দেশে ডিসেম্বরে সরবরাহের জন্য প্রস্তাবকৃত দরপত্রে মূল্য ধরছে প্রতি এমএমবিটিইউ ১৬ থেকে ২০ ডলারের কাছাকাছি। বাজারের এ পরিস্থিতিতে স্পট মার্কেট থেকে এলএনজি আমদানি করতে গিয়ে পেট্রোবাংলার আর্থিক চাপ আরো বেড়ে যাবে বলে আশঙ্কা করছেন জ্বালানি বিশেষজ্ঞরা। তাদের ভাষ্য হলো অর্থ ও ডলার সংকটে এখনই আমদানীকৃত গ্যাসের বিল পরিশোধ করতে গিয়ে বিপাকে পড়ে যাচ্ছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানটি। এর মধ্যে প্রতিষ্ঠানটির আর্থিক চাপকে আরো বাড়িয়ে তুলতে যাচ্ছে বর্তমান বাজার পরিস্থিতি।


বিশ্বব্যাপী সরবরাহকৃত এলএনজির বড় একটি উৎস মধ্যপ্রাচ্য। অঞ্চলটিতে চলমান সংঘাতের কারণে সেখান থেকে ইউরোপে নিরবচ্ছিন্ন সরবরাহ বজায় রাখা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। আবার এশিয়ার দেশগুলোয়ও এখন জ্বালানি পণ্যটির চাহিদা বাড়ছে। মজুদ বাড়িয়ে তুলছে জাপান, কোরিয়া ও চীনের মতো বৃহৎ অর্থনীতিগুলো। এর সঙ্গে জ্বালানি তেলের দামও এখন0ঊর্ধ্বমুখী। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক বাজারে এলএনজির দাম এখন বাড়ছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্যে উঠে এসেছে। এসঅ্যান্ডপি গ্লোবাল প্লাটসের এক প্রতিবেদনের তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত ছয় মাসে (মে-অক্টোবর) স্পট মার্কেটে প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম বেড়েছে ৩-৪ ডলার। এর মধ্যে সেপ্টেম্বর ও চলতি অক্টোবরে দাম বেড়েছে সবচেয়ে বেশি। বর্তমান প্রেক্ষাপটে সামনের দিনগুলোয় এলএনজির ঊর্ধ্বমুখিতা আরো জোরালো হয়ে উঠতে যাচ্ছে বলে বাজার পর্যবেক্ষক বিভিন্ন প্রতিষ্ঠানের পূর্বাভাসে উঠে এসেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও