পিটার হাসের সঙ্গে আজ বৈঠক হয়নি: মির্জা ফখরুল
সমকাল
প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৩, ২০:০৯
ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৃহস্পতিবার কোনো বৈঠক হয়নি বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার সন্ধ্যায় মির্জা ফখরুল বিষয়টি নিশ্চিত করেছেন।
বিএনপি মহাসচিব সমকালকে বলেন, ‘পিটার হাসের সঙ্গে আমার বৈঠক হয়েছে বলে বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশ হয়েছে। কিন্তু এ খবর সঠিক নয়। আজ (বৃহস্পতিবার) তাঁর সঙ্গে আমার কোনো বৈঠক হয়নি।’
এর আগে বিএনপির মিডিয়া সেলের একটি সূত্র পিটার হাসের সঙ্গে মির্জা ফখরুলের বৈঠকের কথা জানায়। ঢাকার গুলশানের আমেরিকান ক্লাবে বেলা পৌনে ১টা থেকে প্রায় এক ঘণ্টা তাদের এই বৈঠক হয় বলে ওই সূত্র জানিয়েছিল। সমকাল অনলাইনেও ওই সূত্রের বরাত দিয়ে বৈঠকের খবর প্রকাশ করা হয়েছিল।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
৯ মাস আগে
৯ মাস, ৩ সপ্তাহ আগে
৯ মাস, ৩ সপ্তাহ আগে