You have reached your daily news limit

Please log in to continue


একের পর এক বিয়ে করতেন, অর্থ, গয়না, নিয়ে গায়েব হতেন এই নারী

কখনো শিবাঙ্গী সিসোদিয়া, কখনো পিঙ্কি গৌতম, আবার কখনো সবিতা শাস্ত্রী তিনি। একেক জায়গায় একেক নামে এই নারী বিভিন্ন পেশার পুরুষদের বিয়ের জন্য বেছে নিতেন। এরপর বরের নগদ টাকা, গয়না এবং অন্যান্য মূল্যবান জিনিস হাতিয়ে নিয়ে কিছুদিনের মধ্যে গায়েব হয়ে যেতেন।

ভারতের উত্তর প্রদেশ রাজ্যের কানপুরে পুলিশ এমন এক নারীকে গ্রেপ্তার করেছে। ওই নারী কাউকে বিয়ের পর নিজেকে কর কর্মকর্তা হিসেবে পরিচয় দিতেন। সর্বশেষ ওই নারী জিতেন্দ্র গৌতম নামে পুলিশের এক সদস্যকে বিয়ে করেন। তিনিও এই নারীর প্রতারণার শিকার হয়ে পুলিশের কাছে অভিযোগ করেন। ওই ‘বধূ’ তাঁর কাছ থেকে ১০ লাখ রুপি নিয়ে পালিয়ে যান।

জিতেন্দ্র ঝাঁসির বাসিন্দা। তবে এখন তিনি কাজ করছেন কানপুরের ফজলগঞ্জ থানায়। ২০১৬ সালে ঝাঁসির খুশিপুরায় শিবাঙ্গীর সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর পরিচয় হয়। গড়ে ওঠে বন্ধুত্ব। একপর্যায়ে তাঁরা বিয়ের সিদ্ধান্ত নেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন