You have reached your daily news limit

Please log in to continue


গাজায় ইসরাইলি আগ্রাসন: ফিলিস্তিনের প্রতি তুরস্কের অবস্থান

‘একজন ব্যক্তি শুধু এক জায়গায় জন্ম নিতে পারে। তবে তিনি অন্যত্র কয়েকবার মারা যেতে পারেন: নির্বাসনে এবং কারাগারে এবং দখলদারিত্ব ও নিপীড়নের দ্বারা একটি দুঃস্বপ্নে রূপান্তরিত স্বদেশে।’

বিশিষ্ট ফিলিস্তিনি কবি ও লেখক মাহমুদ দারবিশ ২০০৪ সালে নেদারল্যান্ডসে একটি পুরস্কার গ্রহণ বক্তৃতায় এমন কথা বলেছিলেন।

আজ গাজায় ইসরাইলের আক্রমণের জটিলত পরিস্থিতি যখন আমরা প্রত্যক্ষ করছি তখন এই গভীর শব্দগুলো অনুরণিত হয়।

ফিলিস্তিনিদের মাতৃভূমি কয়েক দশক ধরে ইসরায়েলি দখলদারিত্ব ও নিপীড়নের যন্ত্রণা সহ্যের উপকরণে পরিণত হয়েছে। পশ্চিম তীর, গাজা, পূর্ব জেরুজালেম বা তার বাইরেই হোক না কেন- দখলদারিত্ব, সহিংসতা এবং মৃত্যুর নিরলস বাহিনী ফিলিস্তিনিরা তাদের দৈনন্দিন অস্তিত্বের বুননে নিজেদের বুনিয়ে নিয়েছে।

ফিলিস্তিনে যুগ যুগ ধরে যা ঘটছে তার মূল কারণ ইসরাইলের দখলদারিত্ব। অথচ সেটাকে গুরুত্ব না দিয়ে তাদের নানাভাবে সান্ত্বনা দেওয়া হচ্ছে। ইসরাইলি হামলার মুখে সাধারণ নাগরিকদের মিশর কিংবা অন্যত্র নিরাপদ আশ্রয়ে নেওয়ার জন্য করিডর খোলার কথা বলা হচ্ছে। কিন্তু কেন, মূল সমস্যায় কেন যাওয়া হচ্ছে না?

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন