বৃষ্টি হলেই মন খারাপ হয়?

সমকাল প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৩, ১৬:৩৫

কারও কাছে বৃষ্টি মানে ইলিশ-খিচুড়ি খাওয়া, কারও কাছে আবার বৃষ্টির দিন মানেই আয়েশি ঘুমের আয়োজন। বৃষ্টির দিন হলেই কারও আবার মন খারাপ শুরু হয়। বৃষ্টির দিনে অনেককেই তাই মনমরা থাকতে দেখা যায়‌। এটা কিন্তু এমনি এমনি হয় না। ইথিওপিয়ার এক গবেষণায় দেখা গেছে, প্রায় ৯ শতাংশ মানুষ রীতিমতো বৃষ্টি অপছন্দ করেন।  


ওই গবেষণা বলছে, বৃষ্টি হলে এসব মানুষের মনের শান্তি বিঘ্নিত হয়। এমনকি কাজকর্মও ঠিকমতো হয়ে ওঠে না। কাজে ভুলের পরিমাণ বাড়তে থাকে। কিন্তু এর জন্য শুধুই কি বৃষ্টি দায়ী? গবেষণা বলছে, মন খারাপের জন্য মানবদেহেও একটি কারণ লুকিয়ে রয়েছে।


সেরোটোনিন নামের হরমোন আমাদের মন ভালো করে দেয়। আলোর সঙ্গে এই হরমোনের একটা সম্পর্ক রয়েছে। এই হরমোনের ক্ষরণ বাড়লে মনও‌ নিজে থেকেই ভালো থাকে। 


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও