কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

টস জিতে দক্ষিণ আফ্রিকাকে ব্যাটিংয়ে পাঠালো অস্ট্রেলিয়া

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৩, ১৫:১৬

আরও একটি হাইভোল্টেজ ম্যাচ বিশ্বকাপে। এবার মুখোমুখি অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা। হাই ভোল্টেজ এই ম্যাচেও কী রান বন্যা বইবে? আপাতত সে সম্ভাবনা কম। কারণ লখনৌর অটল বিহারী বাজপেয়ি স্টেডিয়ামে রানখরা থাকে সব সময়। সর্বোচ্চ স্কোর এখানে ২৩৫।


সুতরাং, যে কোনো দলই এই মাঠে টস জিতে প্রথমে বোলিং করতে চাইবে। সেটাই হলো। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস জিতে প্রথমে বোলিং বেছে নিয়েছেন অস্ট্রেলিয়ান অধিনায়ক প্যাট কামিন্স। ব্যাট করার আমন্ত্রণ জানালেন দক্ষিণ আফ্রিকাকে।


নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকা বড় ব্যবধানে জয় পেয়েছিলো শ্রীলঙ্কার বিপক্ষে। তবে অস্ট্রেলিয়া হেরে গিয়েছিলো ভারতের কাছে। সে ক্ষেত্রে আজ অস্ট্রেলিয়ার জয়ে ফেরার মিশন। আর দক্ষিণ আফ্রিকার মিশন ধারাবাহিকতা ধরে রাখার।


দিল্লিতে শ্রীলঙ্কার বিপক্ষে ৪২৮ রান করেছিলো লঙ্কানরা। জবাবে ৩২৬ রান করেছিলো শ্রীলঙ্কা। ১০২ রানে জয় পেয়েছিলো দক্ষিণ আফ্রিকা। অন্যদিকে ভারতের বিপক্ষে ১৯৯ রানে অলআউট হয়েছিলো অস্ট্রেলিয়া। হেরেছিলো তারা ৬ উইকেটের ব্যবধানে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও