প্রাথমিক পর্যায়ে শিশুর অটিজম যেভাবে শনাক্ত করবেন
প্রথম আলো
প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৩, ১৫:০৭
মস্তিষ্কের বিকাশজনিত একটি সমস্যা অটিজম। আক্রান্ত শিশুরা সাধারণত তাদের বয়স অনুযায়ী বুদ্ধি খাটিয়ে কোনো খেলা বা সমস্যা সমাধান, ভাষাগত দক্ষতা অর্জন ও সামাজিক মিথস্ক্রিয়া করতে পারে না। এই শিশুরা অন্য বাচ্চাদের তুলনায় আলাদা রকম আচরণ করে থাকে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে প্রকাশ পেতে থাকে লক্ষণগুলো। যেমন একই জিনিস পুনরাবৃত্তি করা, অস্থির আচরণ ও আই কন্ট্যাক্ট না করা।
প্রারম্ভিক পর্যায়ে অটিজমের উপসর্গগুলো মা-বাবা শনাক্ত করতে পারলে শিশুকে অনেকটাই স্বাভাবিক অবস্থায় নিয়ে আসা যেতে পারে। তাই বয়স অনুযায়ী বিকাশের কোনো ধাপে অসামঞ্জস্য লক্ষ করলে অভিভাবকদের সচেতনতামূলক পদক্ষেপ নেওয়া জরুরি।
- ট্যাগ:
- স্বাস্থ্য
- অটিজম
- অটিজম শনাক্তকরণ