You have reached your daily news limit

Please log in to continue


রাজনৈতিক সংকট নিরসনে প্রয়োজন সর্বদলীয় সংলাপ: বাংলাদেশ ন্যাপ

দেশের রাজনীতিতে চলমান সংকট নিরসনে সর্বদলীয় সংলাপ প্রয়োজন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির (বাংলাদেশ ন্যাপ) চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া। তারা বলেন, অংশগ্রহণমূলক, গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচন এখন জনগণের আকাঙ্ক্ষা। দেশের মানুষ নিজের ভোটাধিকার প্রয়োগ করতে চায়।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে তারা এসব কথা বলেন।

নেতৃদ্বয় বলেন, শুধু সংঘাতের মাধ্যমে সমস্যা সমাধান সম্ভব নয়। সমস্যা সমাধানে প্রয়োজন সংলাপ। আলোচনার টেবিলে বসেই সমস্যার সমাধান হওয়া প্রয়োজন। কোনো কিছু চাপিয়ে দেওয়ার চেষ্টা কখনো কোনো শুভ ফলাফল বয়ে আনবে না, আনতে পারে না। ১৯৯০ সালে প্রণীত তিনজোটের রূপরেখায় বলা হয়েছিল ভবিষ্যতের সমস্যা সমাধানে আলাপ-আলোচনা করেই সমাধান করবে রাজনৈতিক দলগুলো। কিন্তু দুঃখজনক হলেও সত্য ৯০-এর পর আজ পর্যন্ত কোনো সমস্যার সমাধান টেবিলে আলোচনার মাধ্যমে করতে ব্যর্থতার পরিচয় দিয়েছেন রাজনীতিবিদরা। যার ফলশ্রুতিতেই ১/১১ তে দেশকে বিরাজনীতিকরণের প্রক্রিয়া শুরু হয়েছিল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন