মূলধন বাড়াতে বোনাস, দাম বাড়ল মুন্নু অ্যাগ্রোর
প্রথম আলো
প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৩, ১৩:৩২
মূলধন বাড়াতে পাঁচ বছরের মধ্যে আবারও সর্বোচ্চ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত মুন্নু অ্যাগ্রো অ্যান্ড জেনারেল মেশিনারিজ। গত জুনে সমাপ্ত আর্থিক বছরের জন্য কোম্পানিটি ৩৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ৩২ শতাংশ বোনাস ও ৩ শতাংশ নগদ লভ্যাংশ। এর আগে সর্বশেষ ২০১৮ সালে কোম্পানিটি ৩৫০ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছিল।
কোম্পানি সূত্রে জানা যায়, ২০১৭ থেকে ২০২০ সাল পর্যন্ত প্রতিবছর কোম্পানিটি বোনাস শেয়ার দিয়ে মূলধন বাড়িয়ে ২ কোটি ৭৩ লাখ টাকায় উন্নীত করেছে। এর মধ্যে ২০১৮ সালে সর্বোচ্চ ৩৫০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছিল। এরপর গত জুনে সমাপ্ত আর্থিক বছরের জন্য ৩২ শতাংশ বোনাস ঘোষণা করা হয়। এর ফলে কোম্পানিটির মূলধন বেড়ে দাঁড়াবে ৩ কোটি ৬০ লাখ টাকায়।