একে একে বন্ধ হচ্ছে থ্রিজি
বাংলা ট্রিবিউন
প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৩, ১২:৪৮
দেশের মোবাইল ফোন অপারেটরগুলো থ্রিজি সেবা বন্ধ করতে শুরু করেছে। একে একে বন্ধ হচ্ছে থ্রিজি। এরইমধ্যে গ্রামীণফোন, রবি (এয়ারটেল) ও বাংলালিংক টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা থেকে অনুমোদন নিয়ে থ্রিজি সাইট (টাওয়ার) বন্ধের প্রক্রিয়া শুরু করেছে। ফলে হয়তো কিছুদিন পরে আর এই নেটওয়ার্ক কাউকে ব্যবহার করতে দেখা যাবে না।
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছিলেন, থ্রিজি সেবা থাকবে না। থাকার কোনও কারণ দেখি না। আমরা এখন ফোকাস করছি ফোরজিতে। সারা দেশে ফোরজি নেটওয়ার্ক সম্প্রসারণের কাজ প্রায় শেষের দিকে।জানা যায়, রবি বিটিআরসিতে সবার আগে থ্রিজি সেবা বন্ধের জন্য আবেদন করে। এরপরে ছিল গ্রামীণফোন। বাংলালিংকও একই সময়ে আবেদন করে। কয়েকটি অবশ্য পালনীয় শর্ত জুড়ে দিয়ে সবার আবেদন মঞ্জুর করে অনুমোদন দেয় বিটিআরসি।