You have reached your daily news limit

Please log in to continue


ফেসবুক ব্যবহারকারীদের জন্য সতর্কবার্তা

সম্প্রতি ফেসবুকে নতুন একটি স্ক্যাম ছড়িয়েছে। বিজ্ঞাপনের মাধ্যমে ছড়ানো স্ক্যামটিতে বলা হচ্ছে জো ম্যালনের ৩৫০ পাউন্ডের অ্যাডভেন্ট ক্যালেন্ডার মাত্র ৩০ পাউন্ডে বিক্রি হচ্ছে। এরকম সাতটি বিজ্ঞাপন পাওয়া গেছে বলে জানায়, সংবাদ মাধ্যম ডেইলি মেইল। এসব বিজ্ঞাপনের মধ্যে কয়েকটি রয়েছে যা ম্যালিসিয়াস ওয়েবসাইটে প্রবেশ করিয়ে ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিচ্ছে।

সংবাদ মাধ্যমটি জানায়, জো ম্যালন প্রতিবছর তার বিভিন্ন পণ্যের ওপর ছাড়ের অফার দেয়। এ বছর এটি সেপ্টেম্বরের শেষ নাগাদ হয়ে গেছে। স্ক্যামাররা সেটাকেই ব্যবহার করে কাজ করছে। এসব স্ক্যাম বিজ্ঞাপনের ওপর ক্লিক করলে ব্যবহারকারীকে একটি ওয়েবসাইটে নিয়ে যাওয়া হবে, যেখানে পণ্যের একটি দীর্ঘ বর্ণনা থাকবে। সেটার পেমেন্ট পেজে ব্যবহারকারীর নাম, ঠিকানা, ই-মেইল, ফোন নম্বর এবং কার্ডের বিস্তারিত চাওয়া হবে। সেখানে অফারে আবার কাউন্টডাউন টাইমারও ব্যবহার করা হয়েছে। মূলত ব্যবহারকারী কোনও যাচাই না করে তড়িঘড়ি কেনার প্রক্রিয়া শেষ করে এজন্য এটি ব্যবহার করা হয়। তবে সেখানকার টেক্সটে থাকা অনেক বানান এবং ব্যাকরণগুত ভুল দেখেই বোঝা যায় এগুলো স্ক্যাম সাইট।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন