ছাড়পত্র পেলো টলিউডের ‘মানুষ’, উচ্ছ্বসিত ঢাকার সঞ্জয়
বাংলা ট্রিবিউন
প্রকাশিত: ১১ অক্টোবর ২০২৩, ২২:০৮
সিনেমা বানালে পরে সেটি মুক্তির জন্য ছাড়পত্র প্রয়োজন হয়। যা অনেকটা আনুষ্ঠানিকতা মাত্র; যদি না সেখানে স্পর্শকাতর কোনও বিষয় থাকে। ফলে ‘অমুক সিনেমা আনকাট ছাড়পত্র পেলো’ খবরের সঙ্গে ‘তমুকের ছেলে এসএসসি পরীক্ষায় জিপিএ ফাইভ পেয়েছে’ ঘরানার উচ্ছ্বাসের কোনও সংযোগ নেই। তাও আবার সেটি যদি হয় টলিউডের সিনেমা, তবে তো ঢালিউডে সেই আলাপের প্রশ্নই আসে না।
তবুও এই ছাড়পত্রটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ এবং খবর প্রচারের হেতু রয়েছে যথেষ্ট। তার আগে বলে নেওয়া যাক খবরটি। টলিউডের অন্যতম তারকা জিৎ-এর অভিনয় ও প্রযোজনায় নির্মিত ‘মানুষ’ ছবিটি মুক্তির জন্য ছাড়পত্র পেয়েছে দেশটির সেন্সরবোর্ড থেকে।