১ লাখ ৬০ হাজার মেট্রিক টন সার কিনছে সরকার
যুগান্তর
প্রকাশিত: ১১ অক্টোবর ২০২৩, ২১:৫৯
১ লাখ ৬০ হাজার মেট্রিক টন সার আমদানিসহ ১৫ প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার। এতে ব্যয় হবে ১ হাজার ৪৮৭ কোটি টাকা।
বুধবার সরকারি অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। সংশ্লিষ্ট সূত্রে পাওয়া গেছে এ তথ্য।
সৌদি আরব থেকে ৩০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার আমদানি করা হবে। এতে মোট ব্যয় হবে ১২৮ কোটি টাকা। বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) এ সার আমদানি করবে।
এছাড়া বিসিআইসি ৩০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার কিনবে কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) থেকে। এতে মোট ব্যয় হবে ১২৯ কোটি টাকা।