এ্যানিকে গ্রেফতারে গণঅধিকার পরিষদের নিন্দা
বিএনপি নেতা শহীদ উদ্দীন চৌধুরী এ্যানিকে মধ্যরাতে গ্রেফতারের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে গণঅধিকার পরিষদ। বুধবার (১১ অক্টোবর) এক বিবৃতিতে এ নিন্দা জানায় সংগঠনটি।
বিবৃতিতে বলা হয়, গত মঙ্গলবার (১০ অক্টোবর) গভীর রাতে সাবেক সংসদ সদস্য বিএনপি নেতা শহীদ উদ্দীন চৌধুরী এ্যানিকে তার ধানমন্ডির বাসা থেকে পুলিশ তুলে নিয়ে যায়। এসময় তার পরিবারের সদস্যদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দুর্ব্যবহার করেন।
‘মধ্যরাতে একজন সাবেক সংসদ সদস্যকে তুলে নিয়ে থানায় আটকে রেখে নির্যাতন এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের অপেশাদার আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় গণঅধিকার পরিষদ।’
যৌথ বিবৃতিতে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক মো. রাশেদ খান বলেন, বিনা ভোটের সরকার অবৈধভাবে ক্ষমতায় থাকতে মরিয়া। নির্বাচনের আগে মাঠশূন্য করতে বিরোধী দলগুলোর নেতাকর্মীদের মিথ্যা ও গায়েবি মামলায় গ্রেফতার এবং সাজা দিয়ে হয়রানি করছে। ভিন্নমত দমনে আইনশৃঙ্খলা বাহিনীকে নিজেদের দলীয় বাহিনীর মতো ব্যবহার করছে।