দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলা, বিমান হামলা

বিডি নিউজ ২৪ লেবানন প্রকাশিত: ১১ অক্টোবর ২০২৩, ১৯:৩২

ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, তাদের জঙ্গি বিমানগুলো লেবাননের ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর একটি পর্যবেক্ষণ পোস্টে হামলা চালিয়েছে। সীমান্তের নিকটবর্তী দক্ষিণ লেবাননের ওই এলাকায় তারা গোলাবর্ষণও করেছে।  


ইসরায়েল জানায়, হিজবুল্লাহর রকেট হামলার জবাবে বুধবার তারা এসব হামলা চালিয়েছে।


হিজবুল্লাহ জানায়, চলতি সপ্তাহে ইসরায়েলের সঙ্গে খণ্ড যুদ্ধে তাদের তিন যোদ্ধা নিহত হয়, তার প্রতিশোধ নিতেই ইহুদি রাষ্ট্রটির ভূখণ্ডে্র সুনির্দিষ্ট লক্ষ্যে নির্ভুল রকেট হামলা চালিয়েছে তারা।


এই নিয়ে ইসরায়েল-লেবানন সীমান্তে চতুর্থ দিনের মতো দুই পক্ষের মধ্যে সহিংসতার ঘটনা ঘটল, জানিয়েছে বিবিসি। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও