You have reached your daily news limit

Please log in to continue


আমাজনে ভাসমান গ্রাম দাঁড়িয়ে আছে শুকিয়ে যাওয়া হ্রদের ওপর

ব্রাজিলের আমাজনাস রাজ্যে চলছে প্রচণ্ড খরা। পরিস্থিতি এতটাই খারাপ যে জলের ওপর ভাসমান একটি গ্রাম এখন দাঁড়িয়ে আছে শুকিয়ে যাওয়া হ্রদের মাটির ওপর। খাবার, বিশুদ্ধ পানি আর জ্বালানি—সবকিছুর হাহাকার চলছে এই এলাকায় বাস করা মানুষের মধ্যে। 

আমাজনাস রাজ্যের রাজধানী মানাউসের পূর্বে পুরাকুয়েকুয়ারা হ্রদের পানির স্তর নাটকীয়ভাবে কমে গেছে। এতে নৌকা ও ভাসমান ঘরগুলো পানির বদলে দাঁড়িয়ে আছে কাদার ওপর। ব্রাজিলের এই অঞ্চলে প্রচণ্ড তাপ ও খরার সর্বশেষ উদাহরণ বলা চলে একে। এই মাসের গোড়ার দিকে পানির তাপমাত্রা বেড়ে যাওয়ায় শতাধিক ডলফিনের মৃতদেহ তীরে ভেসে আসে।

রিও নেগ্রো রিভার সিস্টেমের একটি অংশ পুরাকুয়েকুয়ারা হ্রদ। রাজ্যের সিভিল ডিফেন্স কর্তৃপক্ষের মতে, সেপ্টেম্বরের শেষ থেকেই এখানকার পানি প্রায় রেকর্ড পরিমাণ নিম্ন পর্যায়ে রয়েছে। কর্তৃপক্ষের একজন মুখপাত্র মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে বলেন, ‘পানির স্তর কমে যাওয়া বড় ধরনের প্রভাব ফেলছে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন