গুগল পিক্সেল ৮ থেকে সস্তা, আকর্ষণীয় ফোন মটোরোলা এজ
www.ajkerpatrika.com
প্রকাশিত: ১১ অক্টোবর ২০২৩, ১৮:৩৯
গুগল পিক্সেল ৮ থেকে আরও সাশ্রয়ী ফোন মটোরোলা এজ (২০২৩) বাজারে এল। শুধুমাত্র দামের দিক দিয়েই ফোনটি আকর্ষণীয় নয় এতে ব্যবহারকারীদের জন্য নতুন সব সুবিধা আনা হয়েছে। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ডিজিটাল ট্রেন্ডের এক প্রতিবেদন এসব তথ্য জানানো হয়।
মটোরোলা এজ ফোনটির স্ক্রিনের গ্লাসটি কার্ভ করা ও বাইরের অংশে ভিগান লেদারের (চামড়ার) আবরণ রয়েছে। যুক্তরাষ্ট্রে মডেলটির দাম ৫৯৯ ডলার থেকে শুরু হয়েছে। ফোনটি কালো রঙে পাওয়া যাবে।
ফোনটিতে চিপসেট হিসেবে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০৩০ ব্যবহার করা হয়েছে। এতে ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি ইন্টারন্যাল স্টোরেজ রয়েছে। অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে অ্যান্ড্রয়েড ১৩। তবে ফোনটি কতদিন পর্যন্ত সফটওয়্যার আপডেট পাবে এ বিষয়ে কোম্পানি কোনো সুস্পষ্ট তথ্য দেয়নি। ফোনটির সঙ্গে কোনো চার্জিং অ্যাডাপ্টর থাকবে না।
- ট্যাগ:
- প্রযুক্তি
- সাশ্রয়ী স্মার্টফোন
- মটোরোলা