You have reached your daily news limit

Please log in to continue


সড়কের মাঝখানে ইয়োগা করে জরিমানা গুনলেন নারী

সামাজিক যোগাযোগমাধ্যমের এই যুগে ইনফ্লুয়েন্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের প্রায়ই ছোট ছোট ভিডিও বা রিল প্রকাশ করতে দেখা যায়। এসব ভিডিও অনেকে দেখেন, লাইক দেন। কিন্তু এসব ভিডিও তৈরি করতে গিয়ে কখনো কখনো তাঁরা জনসাধারণের অসুবিধার কারণও হয়ে দাঁড়ান। এমন এক ভিডিও তৈরির সময় ধরা খেয়েছেন এক নারী। পরে তাঁকে ক্ষমা চাইতে হয়েছে, জরিমানাও দিতে হয়েছে। ঘটনাটি ভারতের গুজরাট রাজ্যের।

দীনা পারমার নামের ওই নারী পরিবহন আইন অমান্য করে রাস্তার মাঝখানে ইয়োগা করছিলেন। তখনই বিষয়টি গুজরাট পুলিশের নজরে আসে। তাঁকে আটক করা হয়। পরে তিনি তাঁর বেপরোয়া আচরণের জন্য ক্ষমা চান।

গুজরাট পুলিশ এক্স হ্যান্ডলে (সাবেক টুইটার) এক ভিডিও পোস্ট করেন। সেখানে দেখা যায়, ওই নারী লাল রঙের পোশাকে ব্যস্ত এক সড়কের মাঝখানে ইয়োগা করছেন। এতে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছিল। সড়কটি ভেজা ছিল। কিন্তু দীনা এর মধ্যেই প্রথমে স্প্লিট করেন। তারপর তিনি ইয়োগার আসন করেন। দেখা যায়, এ সময় তাঁর পেছনে কয়েকটি গাড়ি থেমে আছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন