ভোটের সময় ‘রাজনৈতিক গুটি’ হতে চাই না: রানা দাশগুপ্ত

বিডি নিউজ ২৪ নির্বাচন কমিশন কার্যালয় প্রকাশিত: ১১ অক্টোবর ২০২৩, ১৭:৪২

সংসদ নির্বাচনকে সামনে রেখে সাম্প্রদায়িক সহিংসতা বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করেছে ধর্মীয় সংখ্যালঘুদের সংগঠন বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ।


বুধবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এই বৈঠকে ঐক্য পরিষদের পক্ষ থেকে সাম্প্রদায়িক বিদ্বেষ ও গুজব নিয়ে বিশেষ নজর রাখা এবং নির্বাচনী প্রচারে সাম্প্রদায়িকতা বক্তব্য বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়।


ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্তের নেতৃত্ব পাঁচ সদস্যের প্রতিনিধি দল এই বৈঠকে অংশ নেয়। নির্বাচন কমিশনের পক্ষে নেতৃত্বে ছিলেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।


আলোচনা শেষে রানা দাশগুপ্ত বলেন, “আতঙ্কটা বেড়ে গেছে। আমাদেরকে দাবা খেলার গুটি হিসেবে রাজনৈতিক ময়দানে ব্যবহার করা হয়েছে। কেউ মনে করে ‘ভোট দিতে এলে আমার বিপদ’, আবার কেউ মনে করে ‘আমাদের ভোট না দিয়ে যাবে কোথায়’।”

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও