You have reached your daily news limit

Please log in to continue


আমি খুবই শঙ্কিত : সাফা কবির

মঙ্গলবার (১০ অক্টোবর) রাতে নিজের ফেসবুকে একটি ছবি প্রকাশ করেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাফা কবির। মাথার কালো কেশগুলো ছেড়ে দেওয়া, পরনে কালো পোশাক, কাজল মাখা চোখ দুটো ছলছল করছে, কপালে লেখা লনলি, ডান পাশের গালে লেখা স্যাড, কাঁধের পাশে লেখা ডিপ্রেশন, অ্যাংজাইটি, শরীরের আরো কয়েকটি জায়গায় এ ধরনের কিছু শব্দ শোভা পাচ্ছে। সবমিলিয়ে বিষণ্ণ অদ্ভুত এক ভঙ্গিমায় দেখা গেছে তাকে।

অভিনেত্রীর এমন হাল দেখে দর্শকদের মনেও শঙ্কার সৃষ্টি হয়েছে। হঠাৎ এই রূপে কেন সাফা কবির? জানা গেছে, ‘ওয়ার্ল্ড মেন্টাল হেলথ ডে’ উপলক্ষে মানসিক স্বাস্থ্য বিষয়ে বার্তা দিতেই ব্যতিক্রম সাজে হাজির হয়েছেন তিনি।সাফা বললেন, ‘স্যাডনেস, লনলিনেস, ডিপ্রেশন, অ্যাংজাইটি— এই শব্দগুলো আমরা সচরাচর অনেকের মুখ থেকেই শুনি। কিন্তু এই কথাগুলোকে আমরা কতটা গুরুত্ব দেই? আমি এমন অনেক মানুষকে দেখেছি, যারা তাদের মেন্টাল হেলথ নিয়ে কথা বলতে চায় না।’শঙ্কা প্রকাশ করে এই অভিনেত্রী বলেন, ‘এমন অনেক মানুষের কথা শুনেছি, যারা বলেছেন এটা জ্বর বা কাশির মতো, যেটা মেডিসিন খেলে ঠিক হয়ে যাবে! আজ ওয়ার্ল্ড মেন্টাল হেলথ ডে। কিন্তু আমি খুবই শঙ্কিত, কারণ আমি জানি এই পৃথিবীতে কোটি কোটি মানুষ আছে যারা মেন্টাল ডিসঅর্ডার বা মানসিক সমস্যায় জর্জরিত। এটা খুবই দুঃখজনক যে আমাদের দেশের অধিকাংশ মানুষই জানে না, ডিপ্রেশন কী, অ্যাংজাইটি কী বা এসব থেকে প্রতিকারের উপায় কী?’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন