কেন্দ্র থেকে ডাকা হয়েছে রংপুরের আ.লীগ নেতাদের, কারণ কী?
দ্বাদশ সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দলের অভ্যন্তরীণ কোন্দল নিরসন, সম্ভাব্য প্রার্থীদের তালিকা প্রস্তুত, নির্বাচনি প্রস্তুতিসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করার জন্য রংপুর জেলা, মহানগর ও তিন উপজেলার আওয়ামী লীগের নেতাদের ঢাকায় ডেকেছে কেন্দ্র। বুধবার (১১ অক্টোবর) আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে তাদের এই বৈঠকে ডাকা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন জেলা আওয়ামী লীগের আহ্বায়ক সাদায়েত হোসেন বকুল, মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডলসহ একাধিক নেতা।
জেলা ও মহানগর আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা জানিয়েছেন, বুধবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় ২৩ বঙ্গবন্ধু এভিনিউতে রংপুর জেলা ও মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়ক, সাবেক কমিটির সভাপতি, সম্পাদক, যুগ্ম সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ, মিঠাপুকুর, কাউনিয়া ও পীরগাছা উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সম্পাদক, আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়কদের আমন্ত্রণ জানানো হয়েছে। বৈঠকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরসহ দলের শীর্ষ নেতারা থাকবেন।