স্ক্রিনিং দেরি হলে স্তন ক্যানসারে মৃত্যু বাড়ে
বিশ্বজুড়েই নারীদের স্তন ক্যানসারে আক্রান্ত ও মৃতের সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে। বিশেষজ্ঞরা বলছেন, স্ক্রিনিংয়ের মাধ্যমে প্রাথমিক অবস্থায় স্তন ক্যানসার নির্ণয় করা গেলে এবং সময়মতো পরিপূর্ণ চিকিৎসা দিতে পারলে ৯০ ভাগ রোগীর সুস্থ হওয়া সম্ভব। দেশে প্রতিবছর প্রায় ১৩ হাজার নারী নতুন করে স্তন ক্যানসারে আক্রান্ত হন। তাদের মধ্যে মারা যান প্রায় আট হাজার। এমন প্রেক্ষাপটে মঙ্গলবার (১০ অক্টোবর) পালিত হলো স্তন ক্যানসার সচেতনতা দিবস। স্তন ক্যানসার সম্পর্কে সাধারণ মানুষের মাঝে সচেতনতা বাড়াতে ২০১৩ সাল থেকে বেসরকারিভাবে এই দিবসটি উদযাপিত হয়ে আসছে।
স্তন ক্যানসার নিয়ে সচেতনতা বাড়াতে দেশে মাসব্যাপী কর্মসূচি পালন করা হচ্ছে। মঙ্গলবার সারা দেশে এ উপলক্ষে আলোচনা সভা, শোভাযাত্রা ও সহজ ভাষায় লেখা লিফলেট বিতরণ করা হয়। ঢাকায় বাংলাদেশ স্তন ক্যানসার সচেতনতা ফোরামের উদ্যোগে মহাখালীতে আইইডিসিআর মিলনায়তনে ফোরামের অন্যতম সদস্য সংগঠন কমিউনিটি অনকোলজি সেন্টার ট্রাস্ট শুক্রবার ছাড়া পুরো অক্টোবর মাস প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিনামূল্যে স্তন ক্যানসার স্ক্রিনিং-সেবা দেবে।