কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


মেট্রোরেলে মতিঝিল: শুরুতে তিন স্টেশন, চলবে ৩ ঘণ্টা

মেট্রোরেলের আগারগাঁও থেকে মতিঝিল অংশের উদ্বোধন হলেও সবগুলো স্টেশন চালু হতে তিন মাস সময় লেগে যাবে জানানো হয়েছে।

এই পথে শুরুতে কেবল সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত তিন ঘণ্টা ট্রেন চলবে। পরে ধীরে ধীরে বাড়বে সময়।

প্রথম দিন থেকে ফার্মগেট, সচিবালয় ও মতিঝিলে যাত্রী উঠানামা করবে বলে জানিয়েছেন মেট্রোরেল পরিচালনাকারী ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট কোম্পানি লিমিটেড-ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক।

মঙ্গলবার সংবাদ সম্মেলনে এসে তিনি জানান, আগামী ২৯ অক্টোবর এই রুট চালু হতে পারে।

এই অংশে স্টেশনের সংখ্যা মোট সাতটি। এর মধ্যে বিজয় সরণি, কারওয়ান বাজার, শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন বাদ পড়ছে শুরুতে।

ডিএমটিসিএল এমডি ছিদ্দিক বলেন, “যে তিনটি স্টেশন দিয়ে এ অংশের প্রস্তুতি চলমান, তা একদম শেষ পর্যায়ে। এখন ফিনিশিং কাজগুলো চলছে। পর্যায়ক্রমে বাকি স্টেশনগুলো চালু করতে সর্বোচ্চ তিন মাস সময় প্রয়োজন হতে পারে।”

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন