‘চার গুণ দরে’ ইউরেনিয়াম কেনার অভিযোগ ফখরুলের

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১০ অক্টোবর ২০২৩, ২০:৪৬

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য জ্বালানি হিসেবে যে ইউরেনিয়াম আনা হয়েছে, তার দর ‘বেশি পড়েছে’ বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


মঙ্গলবার বিকালে রাজধানীতে এক আলোচনায় তিনি এই অভিযোগ করেন। তার অভিযোগ, অন্যান্য দেশের তুলনায় যে ‘বাড়তি দর’ দেওয়া হয়েছে, সেটি ‘ভাগাভাগি হবে।’


বিএনপি নেতা বলেন, “রূপপুরে পারমাণবিক পাওয়ার প্লান্ট করেছে। সব দেশেই এই প্লান্টে যত খরচ হয়েছে তার থেকে চার গুণ বেশি পয়সা দিয়ে রাশিয়া থেকে ইউরেনিয়াম কেনা হয়েছে।


“কারণ কী? ওই যে চার গুণ বেশি খরচ, তা ভাগাভাগি হয়ে যাবে। ওদের (রাশিয়া) কমিশন ওরা নিয়ে যাবে, ব্যাস।”


কেবল এই প্রকল্প নয়, পদ্মা সেতুতেও এভাবে ‘চার গুণ’ খরচ করা হয়েছে বলেও দাবি করেন বিএনপি নেতা।


তিনি বলেন, “পদ্মাসেতু করেছে ভালো কথা। সেখানে খরচ সর্বোচ্চ যেটা হওয়ার কথা তার চেয়ে বেশি চার গুণ বেশি পয়সা দিয়ে করা হল। এখন সেতুর ওপর রেললাইন করা হয়েছে, আজকে উদ্বোধন হয়েছে। কত টাকায় এটা করেছেন বলেন? এগুলো বললে ওদের মাথা খারাপ হয়েছে।”

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও