শরীরকে বিশ্রাম দিচ্ছেন, কিন্তু মনকে?
ঢাকা পোষ্ট
প্রকাশিত: ১০ অক্টোবর ২০২৩, ২০:৪২
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেছেন, সুস্থ মানুষের জন্য শরীরের যেমন বিশ্রামের প্রয়োজন রয়েছে, তেমনি মনেরও বিশ্রামের প্রয়োজন হয়। আমরা শরীরকে নিয়ে ভাবি, চাহিদা অনুযায়ী বিশ্রাম করি। কিন্তু মনের যত্নের বিষয়ে কেউই ভাবি না।
আজ (মঙ্গলবার) বিএসএমএমইউয়ে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস-২০২৩ পালন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
শারফুদ্দিন আহমেদ বলেন, শরীর খারাপ থাকলে মানুষ কাজ করতে পারবে না। এতে দেশের অর্থনৈতিক ক্ষতি হবে। তাই দেশের অর্থনৈতিক ক্ষতি রোধ করতে শরীর ও মনের সুস্থতা জরুরি।