সেপ্টেম্বরে সর্বোচ্চ আয় চ্যাটজিপিটির, তবে কমেছে প্রবৃদ্ধি

প্রথম আলো প্রকাশিত: ১০ অক্টোবর ২০২৩, ১৯:৫৭

গত মাসে (সেপ্টেম্বর ২০২৩) পর্যন্ত সর্বোচ্চ আয় করেছে ওপেনএআইয়ের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির চ্যাটবট চ্যাটজিপিটি। একই সঙ্গে রেকর্ডসংখ্যক ব্যবহারকারী এ মাসেই অ্যাপটি ইনস্টল করেছেন। তবে বিগত মাসগুলোর তুলনায় কমেছে চ্যাটজিপিটির প্রবৃদ্ধির হার।


বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান অ্যাপফিগারসের তথ্য অনুসারে, গত সেপ্টেম্বরে আইওএস ও অ্যান্ড্রয়েডে ১ কোটি ৫৬ লাখ চ্যাটজিপিটি অ্যাপ নামানো হয়েছে। মোট আয় হয়েছে ৪৬ লাখ মার্কিন ডলার। তবে বিগত মাসগুলোর তুলনায় সেপ্টেম্বরে প্রবৃদ্ধির হার কমে গেছে। চলতি বছরের জুলাইয়ে প্রবৃদ্ধির হার ছিল ৩০ থেকে ৩১ শতাংশ, আগস্টে ৩৯ শতাংশ। সেপ্টেম্বরে এসে এই হার কমে দাঁড়িয়েছে ২০ শতাংশে।


চলতি বছরের জুনে চ্যাটজিপিটির মোট আয় হয় ২১ লাখ ডলার, জুলাইয়ে তা বেড়ে দাঁড়ায় ২৭ লাখ ৪০ হাজার ডলারে। আগস্টে আয়ের পরিমাণ ছিল ৩৮ লাখ ১০ হাজার ডলার আর সর্বশেষ সেপ্টেম্বরে সর্বোচ্চ আয়ের পরিমাণ দাঁড়ায় ৪৫ লাখ ৮০ হাজার ডলারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও