স্মার্টফোনের ব্যাটারি অনেকদিন ভালো থাকবে যেভাবে
নানান কারণে স্মার্টফোনের ব্যাটারি দ্রুত নষ্ট হয়ে যায়। ফলে ফোনটাই বিকল হয়ে পড়ে। তবে নতুন স্মার্টফোনের কেনার পর এবং ব্যবহারের ভুলেই মূলত এই সমস্যা বেশি হয়। কিছু সহজ উপায়ে আপনার স্মার্টফোনের ব্যাটারি অনেকদিন ভালো রাখতে পারেন।
>> প্রথমেই যে কাজটি করতে হবে তা হলো, স্মার্টফোন কেনার সময় এর ব্যাটারি ক্যাপাসিটি কেমন তা দেখে নিন। এতে বুঝতে পারবেন যে স্মার্টফোনটি কিনছেন সেটি কীভাবে ব্যবহার করতে পারবেন।
>> ফোনের ব্যাটারিতে অত্যধিক চার্জ দেওয়া ডিভাইসের পক্ষে ক্ষতিকর। অনেকেরই অভ্যাস থাকে সারারাত ফোন চার্জ দিয়ে বসিয়েই রাখা। ফুল চার্জ হওয়ার পরও চার্জে বসিয়ে রাখেন। এই ভুলে আপনার স্মার্টফোনের ব্যাটারি নষ্ট হতে পারে খুব দ্রুত।
>> ফোন চার্জে বসিয়ে কথা বলা কিংবা ফোন ব্যবহার করা, গান শোনা, ভিডিও দেখা, গেম খেলা- এইসব কাজ করা উচিত নয়। ফোন ব্যবহার হচ্ছে মানে ব্যাটারির উপরেও চাপ পড়ে। আর ফোন যদি সেই সময় চার্জে থাকে তাহলে ডিভাইস নষ্ট হওয়ার প্রবণতা বাড়ে।
>> ফোনের ব্যবহার যত কম হবে, ইন্টারনেট যত কম ব্যবহার করবেন ফোনে, ব্যাটারিতে তত বেশি সময় পর্যন্ত চার্জ থাকবে।