আওয়ামী লীগে এখনো খন্দকার মোশতাকরা ঘাপটি মেরে আছে: মতিয়া
আওয়ামী লীগে এখনো খন্দকার মোশতাকের মতো শকুনিরা ঘাপটি মেরে আছে। তারা যেকোনো সময় বিপদ-আপদের হেতু হয়ে উঠতে পারে বলে মন্তব্য করেছেন দলটির প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় সংসদের উপনেতা মতিয়া চৌধুরী।
তিনি বলেন, ‘আওয়ামী লীগ একটি বিশাল রাজনৈতিক পরিবার, একটি মহিরুহ। এই মহিরুহের অনেক ডালপালা রয়েছে। এই ডালপালার মধ্যে রয়েছেন প্রয়াত আতাউর রহমান খানের মতো বলিষ্ঠ কিছু ব্যক্তিত্ব। আবার এই ডালপালায় খন্দকার মোশতাকের মতো কিছু শকুনিও বাসা বেঁধেছিল। এজন্য আওয়ামী লীগকে মাশুল দিতে হয়েছে। এখনো এই শকুনিরা মহিরুহের ডালপালায় ঘাপটি মেরে আছে। তাদের কাছ থেকে সাবধান।’
সোমবার (৯ অক্টোবর) চট্টগ্রামের ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে আয়োজিত এক স্মরণসভায় এসব কথা বলেন তিনি। আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য আতাউর রহমান খান কায়সারের ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই আয়োজন করে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগ।
স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে মতিয়া চৌধুরী বলেন, ‘পঁচাত্তরের ১৫ আগস্ট পরবর্তী আওয়ামী লীগ এখন শেখ হাসিনার নেতৃত্বে সবচেয়ে শক্তিশালী ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে এবং দুর্দমনীয় গতিতে এগিয়ে চলছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষের পাঁচটি মৌলিক অধিকার- অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা ও বাসস্থানের চাহিদা পূরণ করেছেন। এই পাঁচটি মৌলিক অধিকার পূরণ হওয়ায় মানুষ এখন মানুষের মর্যাদা পাচ্ছে। আনন্দের বিষয় ভিক্ষুকরাও এখন পান্তাভাত খেতে চায় না। তাই আমরা খুশি। এজন্যই তো শেখ হাসিনা রাজনীতি করছেন শুধু ক্ষমতার জন্য নয়, জনকল্যাণের জন্য।’