সাহসী বাঁধন আর তিন মায়ের গল্প
‘যত দিন দেশ আর ধর্ম নিয়ে বিভেদ থাকবে, তত দিন এই খুনখারাবি চলতে থাকবে। আর এর জন্য দায়ী থাকব আমরা সবাই,’ সংলাপটিতে যেন সিনেমার মেজাজ ধরা আছে। ৫ অক্টোবর নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে বিশাল ভরদ্বাজের নতুন সিনেমা ‘খুফিয়া’। পুরো সিনেমায় বাংলাদেশ প্রসঙ্গ আর আজমেরী হক বাঁধনের উপস্থিতি দেশি দর্শকের জন্য আরও প্রাসঙ্গিক করে তুলেছে সিনেমাটিকে। কেমন হলো ‘খুফিয়া’?শেক্সপিয়ারকে পর্দায় দারুণভাবে তুলে আনার জন্য খ্যাত নির্মাতা বিশাল সত্য ঘটনা অবলম্বনে সিনেমা বানাতে গিয়ে কতটা উতরে গেলেন? সিনেমাটি নির্মাণের পেছনের গল্পটাই–বা কী? উত্তর জানতে ঢুকে পড়া যাক ‘খুফিয়া’র রাজ্যে।
উর্দু শব্দ ‘খুফিয়া’ অর্থ গোপন। আক্ষরিক অর্থেই সিনেমাটি মানুষের মধ্যে লুকিয়ে থাকা ‘গোপন সত্য’কে অনুসন্ধান করে। যেখানে সবারই কিছু না কিছু গোপন ব্যাপার আছে। আপাতদৃষ্টে দিল্লির সাধারণ এক গৃহবধূ কীভাবে অচেনা হয়ে ওঠেন, সেটাও আপনাকে চমকে দেবে। তাঁর শাশুড়িই–বা কম কিসে!