![](https://media.priyo.com/img/500x/https://gumlet.assettype.com/bdnews24%2F2023-10%2F675bdb49-0b11-4e43-9500-171773a14d01%2Fmanikganj_conviction_news_091023_01.jpg?auto=format%2Ccompress&fmt=webp&format=webp&dpr=1.0&q=70&w=640)
মানিকগঞ্জে চালক ও হেলপার হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড
মানিকগঞ্জে ট্রাকের চালক ও চালকের সহকারীকে হত্যার দায়ে চারজনকে মৃত্যুদণ্ড এবং পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
সোমবার মানিকগঞ্জের অতিরিক্ত দায়রা জজ সাবিনা ইয়াসমিন যাবজ্জীবন এক আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) মথুর নাথ সরকার জানান।
মৃত্যুদণ্ড প্রাপ্তরা হলেন- ঢাকার ধামরাই উপজেলার বড়াকৈর গ্রামের বদর উদ্দিন ওরফে বদু, মানিকগঞ্জের শিবালয় উপজেলার আলোকদিয়া গ্রামের মো. ইসলাম ওরফে কালু, একই গ্রামের ইয়াকুব আলী শেখ এবং গাজীপুরের জয়দেবপুর উপজেলার হারবাইদ গ্রামের বিল্লাল শিকদার।