মেট্রোরেলের আগারগাঁও থেকে মতিঝিল অংশের উদ্বোধন ২৯ অক্টোবর
২০ অক্টোবর থেকে পিছিয়ে ২৯ অক্টোবর আগারগাঁও-মতিঝিল অংশে মেট্রোরেল চলাচলে উদ্বোধনের তারিখ নির্ধারণ করা হয়েছে। আজ সোমবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
আমিন উল্লাহ নুরী বলেন, ‘প্রধানমন্ত্রীর সময়ের জন্য তারিখ নিয়ে এমন হয়েছে। আগামী ২৯ অক্টোবর ইনশাআল্লাহ প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন।’
এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২০ অক্টোবর আগারগাঁও-মতিঝিল অংশে মেট্রোরেল চলাচলের উদ্বোধন করবেন বলে জানিয়েছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তবে প্রধানমন্ত্রী সময় দিতে না পারায় তারিখ পিছিয়ে যায়।
বর্তমানে মেট্রোরেল এমআরটি লাইন-৬-এর উত্তরার দিয়াবাড়ী থেকে আগারগাঁও পর্যন্ত চলাচল করছে। দেশের প্রথম মেট্রোরেল গত বছরের ২৮ ডিসেম্বর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এবার আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত চালু হলে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেলে যাত্রীরা সরাসরি চলাচল করতে পারবেন।
- ট্যাগ:
- বাংলাদেশ
- মেট্রোরেল প্রকল্প
- উদ্ভোদন
- আগারগাও