বাতজনিত রোগে কর্মক্ষমতা হারাচ্ছেন সাড়ে ৫ শতাংশ মানুষ
দেশে প্রতি তিন জনের মধ্যে একজন যেকোনো ধরনের বাতজনিত রোগ বা আথ্রাইটিসে ভোগেন বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, দেশে প্রতি বছর এসব বাতজনিত রোগের কারণে কর্মক্ষমতা হারাচ্ছেন শতকরা ৫ দশমক ৫ শতাংশ মানুষ। তবে এ ধরনের রোগ দ্রুত শনাক্ত এবং যথাসময়ে চিকিৎসা করা হলে ঝুঁকি মুক্ত হওয়া যায় বলেও জানিয়েছেন তারা।রোববার (৮ অক্টোবর) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ‘জয়েন্ট পেইন’ নিয়ে মাসিক সেন্ট্রাল সেমিনারে বক্তারা এসব কথা বলেন।
সেমিনারে জয়েন্ট পেইন বিষয়ক তিনটি প্রবন্ধ উপস্থাপন করা হয়। ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের অধ্যাপক ডা. সৈয়দ মোজাফফর আহমেদ ‘ফিজিয়াট্রিক ম্যানেজমেন্ট অব জয়েন্ট পেইন’, শিশু বিভাগের চেয়ারম্যান ও শিশু রিমাউটোলজি ডিভিশনের হেড ও বিশ্ববিদ্যালয়ের ডিন অধ্যাপক ডা. মানিক কুমার তালুকদার ‘অ্যাপ্রোচ টু দ্য পেডিয়াট্রিক পেশেন্টস প্রেজেন্টিং উইথ জয়েন্ট পেইন’, রিউমাটোলোজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মেজর (অব.) সৈয়দ জামিল আব্দাল ‘অ্যাপ্রোচ টু দ্য অ্যাডাল্ট পেশেন্টস প্রেজেন্টিং উইথ জয়েন্ট পেইন’ প্রবন্ধ উপস্থাপন করেন।সেমিনারে মূল প্রবন্ধে বলা হয়, পুরুষের চেয়ে নারীরা বেশি বাতজনিত রোগে ভোগেন। শহরের চেয়ে গ্রামের লোকজন বেশি বাতজনিত রোগে ভোগেন। তাই দ্রুত রোগ নির্ণয় ও চিকিৎসা নিলে কার্যক্ষমতা হারানো থেকে মুক্ত হওয়া যায়। তবে অস্থিসন্ধি বা হাড়ের গিরায় ব্যথা, গায়ে ব্যথা, মাংসে ব্যথা ইত্যাদি আথ্রাইটিসের প্রধান লক্ষণ হলেও এই রোগ শরীরের প্রায় সব অঙ্গ প্রত্যঙ্গকে ক্ষতিগ্রস্ত করতে পারে।