You have reached your daily news limit

Please log in to continue


সবুজ ঘাসের গালিচা থেকে তাকিয়ে আছেন তিশা!

দক্ষিণ কোরিয়ার বন্দর নগরী বুসানের সেন্টাম সিটি এলাকা বেশ চকচকে। দৃষ্টিনন্দন বহুতল ভবনের ছড়াছড়ি। তিন দিকে উঁচু উঁচু পাহাড়ের নয়নাভিরাম সৌন্দর্য। প্রকৃতি আর নগরের অপূর্ব মেলবন্ধন বলা যায় এই জায়গাকে। সেন্টাম সিটিতে ২০১১ সালের সেপ্টেম্বরে চাকচিক্যময় বুসান সিনেমা সেন্টারের উদ্বোধন হয়। এখানেই হয়ে থাকে এশিয়ার গুরুত্বপূর্ণ বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। ভবনটির চত্বরের সামনে লম্বা সবুজ ঘাসের গালিচা বিছানো। এর ওপর সাজিয়ে রাখা হয়েছে মোস্তফা সরয়ার ফারুকীর ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’ সিনেমার একটি অপূর্ব পোস্টার। এতে দেখা যাচ্ছে অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশাকে। অনেক পোস্টারের ভিড়ে আলাদাভাবে নজর কাড়ে তার চাহনি!

রবিবার (৮ অক্টোবর) রাত ৮টা ৩০ মিনিটে (বাংলাদেশ সময় বিকাল ৫টা ৩০ মিনিট) বুসান সিনেমা সেন্টারের সিনেমাথিকে ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’র ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে। এতে অংশ নিতে একমাত্র কন্যা ইলহামকে নিয়ে ফারুকী-তিশা দম্পতি এখন বুসানে। উৎসবটির জিসোক বিভাগে প্রতিযোগিতা করছে এটি। তিন কিংবা ততধিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র পরিচালনা করা এশিয়ার প্রতিষ্ঠিত নির্মাতারা জায়গা পান এতে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন