ভারতগামী ৩ ট্রেনের ভাড়া বাড়ছে
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ০৯ অক্টোবর ২০২৩, ১৪:৪২
বাংলাদেশ ও ভারতের মধ্যে চলাচলকারী তিনটি ট্রেনের ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। ডলারের বিনিময় হার ও ভ্রমণ কর বেড়ে যাওয়ায় ভাড়া বাড়ানো হচ্ছে, যা আগামী ১০ নভেম্বর থেকে কার্যকর হবে।
এ তিন ট্রেন হচ্ছে ঢাকা-কলকাতা রুটের মৈত্রী এক্সপ্রেস, ঢাকা-জলপাইগুড়ি রুটের মিতালী এক্সপ্রেস এবং খুলনা-কলকাতা রুটের বন্ধন এক্সপ্রেস ট্রেন।
এবার এসব ট্রেনের কোচের বিভিন্ন শ্রেণি অনুযায়ী সামান্য পরিমাণে ভাড়া বাড়ছে, যার পরিমাণ ৩৫ থেকে ১৫০ টাকা পর্যন্ত। এর আগে গত ১ জুলাই এ তিন ট্রেনের ভাড়া ৬৫৫ টাকা পর্যন্ত বাড়িয়েছিল রেলওয়ে।
গত ৫ অক্টোবর বাংলাদেশ রেলওয়ের উপ পরিচালক (ইন্টারচেঞ্জ) মিহরাবুর রশিদ খানের সই করা প্রজ্ঞাপনে এ তিন ট্রেনের ভাড়া বাড়ানোর কারণ হিসেবে ‘ডলারের মূল্যমান ও ট্রাভেল ট্যাক্স বৃদ্ধি পাওয়ায়’ কথা বলা হয়েছে।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
৭ মাস, ৪ সপ্তাহ আগে
৮ মাস আগে
১০ মাস, ২ সপ্তাহ আগে
১০ মাস, ২ সপ্তাহ আগে