১০ সাংবা‌দিকের ফ্রান্সের ভিসা প্রত্যাখ্যানের তথ্য মিথ্যা

ঢাকা পোষ্ট প্রকাশিত: ০৯ অক্টোবর ২০২৩, ১৪:১৪

বাংলা‌দে‌শি ১০ জ্যেষ্ঠ সাংবা‌দি‌কের ফ্রা‌ন্সের ভিসা প্রত‌্যাখা‌নের তথ‌্য নাকচ ক‌রে দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত দেশ‌টির রাষ্ট্রদূত মেরি মাসদুপুই। তিনি দাবি করেছেন, এটি মিথ‌্যা ও গুজব।


সোমবার (৯ অক্টোবর) আব্দুর রব ভুট্টো নামে এক ব্যক্তি বাংলা‌দে‌শের ১০ সাংবা‌দি‌কের ফ্রা‌ন্সের ভিসা প্রত‌্যাখা‌নের দা‌বি ক‌রে এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে এক‌টি পোস্ট ক‌রেন।


তার জবা‌বে এক্স অ্যাকাউন্টে এক‌টি পোস্ট ক‌রে ভিসা প্রত‌্যাখা‌নের তথ‌্য নাকচ ক‌রেন ফ্রা‌ন্সের রাষ্ট্রদূত। তি‌নি ব‌লেন, জীবনে খেলাধুলা অপরিহার্য। কেউ ফুটবল, কেউ টেনিস, কেউ ব্যাডমিন্টন বা স্কোয়াশ খেলে। আব্দুর রব ভুট্টোর দৈনন্দিন খেলা হলো `মিথ্যা` এবং `গুজব` ছড়া‌নো। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও