You have reached your daily news limit

Please log in to continue


রোশানের নায়িকা কে এই অন্বেষা

নতুন ছবিতে কাজ করতে যাচ্ছেন চিত্রনায়ক রোশান। নাম ‘ডেডবডি’। সিনেমাটিতে রোশানের নায়িকা ভারতীয় মডেল অন্বেষা রায়। ১০ অক্টোবর থেকে বান্দরবানের বিভিন্ন লোকেশনে শুটিং শুরু হবে এই ছবির।

রোশান বলেন, হরর-অ্যাকশন ধাঁচের সিনেমাটিতে প্রেমের দিকও রয়েছে। তিনি বলেন, ‘বেশ কয়েক মাস আগে থেকে এই ছবির শুটিংয়ের প্রস্তুতি নিচ্ছি। আগে তো এই ঘরানার ছবিতে কাজ করিনি। গল্পের প্রয়োজনে শুটিংয়ের জন্য বান্দরবানের দুর্গম এলাকা বেছে নেওয়া হয়েছে। ঠিকঠাক বানাতে পারলে ভালো একটা কাজ হতে পারে।’
ছবিতে রোশানের বিপরীতে অভিনয় করবেন পশ্চিমবঙ্গের মডেল অন্বেষা রায়। এ্যানি নামেই পরিচিত তিনি। অন্বেষা মূলত মডেল। ২০১৭ সাল থেকে টেলিভিশন ও বিভিন্ন পণ্যের ফটোশুটে মডেল হিসেবে কাজ করছেন।

এই প্রথম কোনো সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন অন্বেষা। নিজের ক্যারিয়ার সম্পর্কে জানিয়ে গতকাল রোববার দুপুরে কলকাতা থেকে হোয়াটসঅ্যাপে প্রথম আলোকে অন্বেষা বলেন, ‘আমি আলিপুরদুয়ারে থাকতাম। অভিনয় করব বলে কলকাতা শহরে চলে এসেছি। এ জন্য গণযোগাযোগ বিষয়ে স্নাতক করেছি। এরপর ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজম বিষয়ে স্নাতকোত্তর শেষ করেছি। প্রথম সিনেমায় অভিনয় করতে যাচ্ছি। বড় পর্দায় কাজের যে স্বপ্ন ছিল, তা পূরণ হতে চলেছে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন