কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

চুইংগাম পেটে গেলে কী হয়?

ঢাকা পোষ্ট প্রকাশিত: ০৯ অক্টোবর ২০২৩, ১২:২৫

চুইংগাম খাবার হলেও এটি পুরোটা খাওয়া যায় না। চিবিয়ে চিবিয়ে একটা সময় ফেলে দিতে হয়। আমাদের অনেকেরই এই চুইংগাম চিবানোর অভ্যাস আছে। চুইংগাম চিবানোর এই অভ্যাসের আছে কিছু উপকারী দিক। এটি গালের মেদ কমাতে এবং মুখের দুর্গন্ধ দূর করতে দারুণ কাজ করে। 


চুইংগাম চিবিয়ে পরবর্তীতে ফেলে দিতে হবে। তবে অনেক সময় বেখেয়ালে এই চুইংগাম মুখ থেকে ফেলে দেওয়ার বদলে গিলে ফেলেন কেউ কেউ। অসতর্কতায় এমনটা ঘটতেই পারে। আপনি কি কখনো ভেবে দেখেছেন, চুইংগাম পেটে গেলে কী হয়? এর ফলে স্বাস্থ্যে কী প্রভাব পড়ে চলুন জেনে নেওয়া যাক-


ছোটবেলায় আমরা প্রায় সবাই জেনেছি, ফলের বীজ খেয়ে ফেললে পেটের ভেতর গাছ জন্মাবে! আবার চুইংগাম খেয়ে ফেললে তা বছরের পর বছর ধরে পেটের ভেতরেই থেকে যাবে, এমনটাও বলেন অনেকে। এমনকী একথা বিশ্বাস করা লোকের সংখ্যাও কম নয়।


চুইংগাম গিলে ফেলা থেকে বিরত থাকতে হবে। ভুল করে যদি গিলেই ফেলেন, তাহলেও চিন্তার কিছু নেই। কারণ চুইংগাম পেটের ভেতরে গেলে তা এক সপ্তাহের মধ্যে হজম হয়ে যায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও