‘তারে জামিন পার’-এর পর কেন প্রতিদিন কাঁদতেন ছোট্ট দার্শিল
প্রথম সিনেমাতেই আমির খানের সঙ্গে অভিনয়। কেবল কি অভিনয়, সেই সিনেমায় দুর্দান্ত পারফরম্যান্সের জন্য সেরা অভিনেতা হিসেবে মনোনয়ন পান ফিল্ম ফেয়ার পুরস্কারেও। হিন্দি সিনেমার নিয়মিত দর্শক এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন, হচ্ছিল দার্শিল সাফারির কথা।
২০০৭ সালে ‘তারে জামিন পার’ সিনেমা দিয়ে রাতারাতি খ্যাতি পান ছোট্ট দার্শিল। সম্প্রতি ইউটিউবার সিদ্ধার্থ কানানকে দেওয়া সাক্ষাৎকারে দার্শিল জানান, ব্যাপক পরিচিতি পেলেও ‘তারে জামিন পার’-এর মুক্তির পর প্রতিদিনই কাঁদতেন তিনি।
প্রথম সিনেমার পর দর্শকের বিপুল ভালোবাসা পেয়েছেন দার্শিল। যেখানেই যেতেন, তাঁর সঙ্গে কথা বলতে ভিড় জমে উঠত।
তবে এত ভালোবাসা, খ্যাতি পেয়ে ভীষণ চাপ অনুভাব করতেন দশ বছরের দার্শিল। এই চাপের সঙ্গে মানিয়ে নিতে না পেরেই কাঁদতেন তিনি।সিদ্ধার্থ কানাকে তিনি বলেন, ‘তখন স্কুল থেকে বাড়ি ফিরে প্রতিদিনই কাঁদতাম। তখন আমার বাবা ও দাদার বয়সী মানুষজন রাস্তায় দেখলেই কাছে ডাকতেন। আমাকে নিয়ে তাঁদের ভালোবাসার কথা জানাতেন। আমি বুঝতাম না, কী হচ্ছে। আমাকে নিয়ে এত মাতামাতি কেন?’
- ট্যাগ:
- বিনোদন
- বলিউড
- সিনেমা
- বলিউড চলচ্চিত্র
- তারকার জীবন
- নায়ক
- বলিউড