You have reached your daily news limit

Please log in to continue


সব ফিলিস্তিনি বন্দি মুক্তির মতো যথেষ্ট ইসরায়েলি বন্দি আছে: হামাস

ফিলিস্তিনের গাজা উপত্যকার নিয়ন্ত্রণকারী সশস্ত্র গোষ্ঠী হামাসের ডেপুটি চিফ সালেহ আল-আরৌরি বলেছেন, ‘ইসরায়েলি কর্তৃপক্ষের হাতে আটক ফিলিস্তিনিদের সবাইকে মুক্ত করার মতো যথেষ্ট সংখ্যক ইসরায়েলি বন্দি আমাদের হাতে রয়েছে।’ আলজাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন।

হামাস নেতা বলেন, ‘আমরা বহু ইসরায়েলিকে হত্যা করেছি এবং বন্দি করেছি। লড়াই এখনও চলমান।’

হামাস নেতা সালেহ আল-আরৌরি বলেন, ‘(ইসরায়েলের) কারাগারে আটক বন্দিদের মুক্তি আসন্ন। আমাদের হাতে যত সংখ্যক আছে তাতে সবাইকে মুক্ত করে আনা যাবে। লড়াই যত দীর্ঘস্থায়ী হবে আমাদের মুক্তি পেতে যাওয়া বন্দির সংখ্যা ততই বাড়বে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন