কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্প, নিহত ২ হাজার

সমকাল প্রকাশিত: ০৮ অক্টোবর ২০২৩, ১৭:৪৪

পশ্চিম আফগানিস্তানের হেরাত প্রদেশে ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পে নিহতের সংখ্যা দুই হাজার ছাড়ি গেছে বলে জানিয়েছে দেশটির সরকার।


রোববার কাতারে অবস্থানরত তালেবান সরকারের মুখপাত্র সুহাইল শাহিন আলজাজিরাকে এ তথ্য জানান। তিনি বলেন, ক্ষতিগ্রস্তদের জন্য তাঁবু এবং খাদ্য ও চিকিৎসা সামগ্রী জরুরি। আন্তর্জাতিক বেসরকারি সংস্থাগুলোর প্রতি সহযোগিতার হাত বাড়ানোর আহ্বান জানান তালেবান মুখপাত্র।


রোববার আফগানিস্তানের তালেবান সরকারের ডেপুটি মুখপাত্র বিলার কারিমি এএফপিকে বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে, বাস্তবে ভূমিকম্পে নিহতের সংখ্যা অনেক অনেক বেশি। এক হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। তবে শেষমেশ এ সংখ্যা কোথায় গিয়ে ঠেকে তার জন্য অপেক্ষায় আছি।’


বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, ভূমিকম্পে ১২টির বেশি গ্রামে ৬০০টিরও বেশি বাড়িঘর ধ্বংস হয়ে গেছে। চার হাজার ২০০ জনেরও বেশি মানুষ এতে ক্ষতিগ্রস্ত হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও