কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

যে লেকে কোনো উদ্ভিদ জন্মে না

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ০৮ অক্টোবর ২০২৩, ১৭:৩৪

মৃত সাগর জর্ডান নদীর একটি শাখা হ্রদ বা লেক। মৃত সাগর নামটি শুনলে আপনার কাছে অদ্ভুত লাগতে পারে। তবে এই মৃত সাগরকে কেন্দ্র করে আছে গভীর রহস্য। আপনি যদি সাঁতার না জানেন তবে এই শাখা হ্রদ আপনার জন্যই। কোনো রকম অসুবিধা ছাড়াই অনায়সে ভেসে থাকতে পারবেন এই মৃত সাগরে।


এটির অবস্থান মধ্যপ্রাচ্যে। নামের সঙ্গে সাগর থাকলেও এটি আসলে একটি লেক বা হ্রদ। উত্তর দক্ষিণে লম্বাভাবে বিস্তৃত এই জলাশয়ের পূর্ব দিকে জর্ডান আর পশ্চিমে ইসরাইল ও ফিলিস্তিনের পশ্চিম তীর। পবিত্র নগরী জেরুসালেম এখান থেকে ১৫ মাইল দূরে। জর্দানের রাজধানী আম্মান থেকে এর দূরত্ব ৬০ কিলোমিটার। জর্ডান নদীর পানি প্রবাহ এই লেকে গিয়ে পড়ে।


আরবিতে মৃত সাগরের নাম আল-বাহর আল-মাইয়িত। লুত সাগর নামেও পরিচিত এটি। এখানে পানির লবণাক্ততার তার পরিমাণ এতই বেশি যে কোনো জলজ প্রাণী টিকে থাকতে পারে না। প্রাণী টিকে থাকতে না পারার কারণে একে মৃত সাগর বলা হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে