কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বিশ্বের প্রথম মুভেবেল ওয়্যারলেস কম্পিউটার

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ০৮ অক্টোবর ২০২৩, ১৪:৩৩

ল্যাপটপ যে কোনো হায়গায় নিজের সঙ্গে নিয়ে যাওয়া যায়। তাই তো এর ব্যবহারও অনেক বেশি। বিশেষ করে যারা কাজের জন্য নিয়মিত ট্রাভেল করেন। তবে এখন আপনার ডেস্কটপ কম্পিউটারটিও যে কোনো জায়গায় সঙ্গে করে নিয়ে যেতে পারবেন। বিশ্বের প্রথম মুভেবেল ওয়্যারলেস কম্পিউটার আনলো এইচপি ব্র্যান্ড।


এইচপি ইমাজিন ইভেন্টে বিশ্বের প্রথম মুভেবেল ওয়্যারলেস কম্পিউটার বা ল্যাপটপ লঞ্চ করল কোম্পানি। যার নাম এইচপি নেভি মুভ। এই ল্যাপটপ বিশ্বের একমাত্র মুভেবেল কম্পিউটার যা রিচার্জেবেল ব্যাটারির সঙ্গে পাওয়া যাবে। ব্যাগ না থাকলেও ল্যাপটপটি ক্যারি করা যাবে যে কোনো জায়গায়।


গেমিং, স্ট্রিমিংয়ের মাঝে যখন খুশি ল্যাপটপটি প্যাক করা যাবে। পাশাপাশি ল্যাপটপের সাইজের সঙ্গে ফিট হয় এমন ব্যাকপ্যাক দেওয়া হবে ডিভাইসটির সঙ্গে। ২৪ ইঞ্চি কিউএইচডি ডিসপ্লে দেওয়া হয়েছে এতে। যার ২৫৬০ x ১৪৪০ পিক্সেল রেজোলিউশন রয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও