নারীদের ক্যান্সার নিয়ন্ত্রণে এগিয়ে এল নারী উদ্যোগ কেন্দ্র
এবার নারীদের ক্যান্সার নিয়ন্ত্রণে এগিয়ে এসেছে নারী উদ্যোগ কেন্দ্র (নউক)। ‘উইমেনস ক্যান্সার কন্ট্রোল প্রোগ্রাম’ নামক একটি বিশেষ কর্মসূচির আওতায় জাতীয়, আঞ্চলিক ও সামাজিক পর্যায়ে স্তন ও জরায়ুমুখের ক্যান্সার প্রতিরোধে জনসচেতনতা, প্রাথমিক অবস্থায় ক্যান্সার নির্ণয় ও চিকিৎসা বিষয়ক দিক-নির্দেশনা দেবে সংগঠনটি।
শনিবার (৭ অক্টোবর) নারী উদ্যোগ কেন্দ্র আয়োজিত “নারীদের ক্যান্সার নিয়ন্ত্রণ কর্মসূচি” উদ্বোধন উপলক্ষ্যে এক আলোচনা সভায় বক্তারা এসব তথ্য জানান।
অনুষ্ঠানে প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক মাশহুদা খাতুন শেফালীর সভাপতিত্বে বক্তব্য রাখেন নারী স্বাস্থ্য বিশেষজ্ঞ ও জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. হালিদা হানুম আখতার ও ক্যান্সার রোগতত্ত্ববিদ, জাতীয় ক্যান্সার গবেষণা ইন্সটিটিউট ও হাসপাতালের ক্যান্সার এপিডেমিওলোজি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ও নারী উদ্যোগ কেন্দ্রের উইমেন্স ক্যান্সার কন্ট্রোল প্রোগ্রামের পরামর্শক অধ্যাপক ডা. মো. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন।