![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2023-10%252F805ff73b-5a28-4bb3-843d-220573cf7803%252Foctober_8_eniacstamp.jpg%3Fauto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26w%3D600%26dpr%3D1.3)
এনিয়াক কম্পিউটারের সুবর্ণজয়ন্তীতে যুক্তরাষ্ট্রের ডাকটিকিট
প্রথম আলো
প্রকাশিত: ০৮ অক্টোবর ২০২৩, ১১:৩৯
৮ অক্টোবর ১৯৯৬
যুক্তরাষ্ট্রের ডাকটিকিটে এনিয়াক কম্পিউটার
এনিয়াক কম্পিউটারের সুবর্ণজয়ন্তী উপলক্ষে মার্কিন ডাক বিভাগ দ্য ইউএস পোস্টাল সার্ভিস ‘কম্পিউটার প্রযুক্তি’ ডাকটিকিট প্রকাশ করে। মার্কিন সেনাবাহিনীর আবারডিন প্রভিং মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তারা কম্পিউটারের পথিকৃৎদের প্রতি সম্মান জানিয়ে এই ডাকটিকিট উন্মোচন করেন।
ডাকটিকিটের নকশায় একটি সার্কিট বোর্ডের অংশ ও বাইনারি ভাষা স্থান পেয়েছে। এই ডাকটিকিটের পুরো নকশা করা হয়েছিল কম্পিউটারের সাহায্যে।